আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনায় বন্দরে নির্বাচন বন্ধ

বিশেষ প্রতিবেদক:

রাজনীতি আর জনপ্রতিনিধি নির্বাচন নিয়ে বরাবরই আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে সাধারণ মানুষের মাঝে। সময় মতো নির্বাচনের প্রতীক্ষায় থাকে ভোটাররা। তেমনিই বন্দর ইউনিয়নের একটি ওয়ার্ডের নির্বাচন নিয়েও আগ্রহ জমেছিলো। তবে করোনাকালে বন্ধ রয়েছে ওই উপ নির্বাচন।

খোজ নিয়ে জানা যায়, করোনা ভাইরাসের জন্য বন্ধ রয়েছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ১ নম্বর ওয়ার্ডের উপ নির্বাচন। গত মার্চ মাসের ২৯ তারিখ এই ওয়ার্ডে নির্বাচন হবার কথা ছিল। ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা করায় আটকে যায় নির্বাচন। কবে নাগাদ নতুন করে নির্বাচনের তারিখ ঘোষিত হবে তা জানেন না কেউই।

বন্দর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইবুর বলেন, বন্দর উপজেলার ১ নং ওয়ার্ডে নির্বাচন হবার কথা ছিলো। মার্চের ২৯ তারিখ নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও ২৬ মার্চ লকডাউন ঘোষণা করায় তা আটকে আছে। সরকারি নির্দেশনা না পেলে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা সম্ভব নয়।