আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

করোনার ভ্যাকসিন নিলেন ডিসি মুস্তাইন বিল্লাহ

সংবাদচর্চা অনলাইনঃ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ করোনার ভ্যাকসিন টিকা গ্রহণ করেছেন। সোমবার ৮ই ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতাল কেন্দ্রে টিকা গ্রহণ করেন তিনি৷

করোনার টিকা গ্রহণ শেষে ডিসি মোস্তাইন বিল্লাহ গণমাধ্যমে বলেন, সকলের করোনার টিকা নেওয়া উচিত৷ রেজিস্ট্রেশনের মাধ্যমে সকলকে এই টিকাদান কর্মসূচির আওতায় আসার আহ্বান জানান৷

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩শ’ হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) ডা. আবুল বাসার, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আব্দুল মতিন খান৷

এদিকে গতকাল থেকে নারায়ণগঞ্জে শুরু হয়েছে করোনা টিকা প্রদান কার্যক্রম। ওইদিন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রথম টিকা গ্রহণ করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।

টিকা গ্রহণ শেষে তিনি বলেন, টিকা গ্রহণের পর ৩০ মিনিট অপেক্ষা করে পর্যবেক্ষন করতে হবে সকলকে৷ তিনিও অপেক্ষা করেছেন৷ তবে শারীরিক কোনো প্রতিক্রিয়া দেখা দেয়নি৷ সকল ভীতি উপেক্ষা করে সর্বসাধারণকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করেন তিনি৷ নিবন্ধন ছাড়া কোনোভাবেই টিকা নেওয়া যাবে না। নিবন্ধন অনুযায়ী প্রথমে যার নাম আসবে তাকেই প্রথম টিকা দেওয়া হবে। তবে নিবন্ধিত স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান।

নারায়ণগঞ্জে প্রথম পর্যায়ে ১ লাখ ৫৬ হাজার করোনার টিকা (ভ্যাকসিন) কোভিশিল্ড এসেছে।