আজ বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

করোনা ভাইরাস প্রতিরোধে এমপি খোকার মাস্ক বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে মানুষকে সচেতন করেছেন স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা। মঙ্গলবার রাতে এমপি খোকা উপজেলার প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করেন এবং বিনামূল্যে মাস্ক, হ্যান্ড গ্লোভস, হ্যান্ড স্যানিটাইজার, ব্লিচিং পাউডার ও চিড়া, মুড়ি, গুড় সহ বিভিন্ন খাবার সামগ্রী বিতরন করেন। এসময় তিনি করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এবং বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেন।
এমপি খোকার সঙ্গে এসময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু নাইম ইকবাল, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, সাংবাদিক হাবিবুর রহমান সহ আরও অনেকে।