আজ বুধবার, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

করোনা প্রতিরোধে ফতুল্লা পুলিশের মাইকিং

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট এবং মাইকিং পরিচালনা করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার ফতুল্লা থানার বিভিন্ন স্থানে ওসি আসলাম হোসেনের নেতৃত্বে মাইকিং পরিচালনা করা হয়। এসময় তিনি জন সাধারণকে করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানান। সবাইকে জনসমাগম পরিহার করে চলার আহবান জানান।

প্রসঙ্গত করোনা আতঙ্কে কাঁপছে সারাবিশ্ব। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে  (২৪ জন) । এই ভাইরাসে নারায়ণগঞ্জের ২ জন আক্রান্ত হয়েছে। জেলার ৭৩ জনকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। সারা দেশে করোনায় ২ জন মারা গেছে।