আজ শুক্রবার, ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা টেস্টিং বুথ বানালো গাজী গ্রুপ

সংবাদচর্চা রিপোর্ট:

কোভিড-১৯ টেস্টিং বুথ তৈরী করেছে গাজী গ্রুপ। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে গাজী গ্রুপের নিজস্ব জনবল দিয়ে এই বুথ তৈরী করা হয়েছে। প্রথম বারের মতো রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি কোভিড-১৯ টেস্টিং বুথ উপহার দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। শনিবার (২৫ এপ্রিল) রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাঈদ আল মামুন বুথটি গ্রহণ করেন। মন্ত্রীর পরিকল্পনা রয়েছে নারায়ণগঞ্জের প্রত্যেকটা সরকারী হাসপাতালে কোভিড-১৯ টেস্টিং বুথ উপহার দেবেন। এরআগে জেলার গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক টানেল স্থাপন করে দিয়েছেন তিনি। নিজস্ব তহবিল থেকে তিনি জীবাণুনাশক টানেল বিতরণ করেছেন। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের জীবাণুনাশক টানেল পেয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় , জেলা পুলিশ লাইন, খানপুর হাসপাতাল, রূপগঞ্জ ,আড়াইহাজার, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
জেলার প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ডাক্তার এবং নার্সদের পিপিই এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়েছেন। রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের অর্থায়নে তৈরী হচ্ছে করোনা ল্যাব। মন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। দেশের ক্রান্তিকালে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য ডাক্তার এবং প্রশাসেনর পক্ষ থেকেও তাকে ধন্যবাদ জানানো হয়েছে। এব্যাপারে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর বীর প্রতীক বলেন, বর্তমানে দেশে কোভিড-১৯ টেস্টিং বুথের ব্যাপক চাহিদা রয়েছে। চাহিদা অনুযায়ী উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বুথ সরবরাহ করতে পারছে না। তাই দেশের মানুষের কথা চিন্তা করে আমরা কোভিড-১৯ টেস্টিং বুথ তৈরী করছি। ইতোমধ্যে বিভিন্ন স্থানে বিনামূল্যে সরবরাহ করেছি।
প্রসঙ্গত করোনাভাইরাস নারায়ণগঞ্জ মহামারি রূপ নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় ৬২৫ জন শনাক্ত হয়েছে । তার মধ্যে রূপগঞ্জের রয়েছে ৯ জন। জেলা মৃত্যুবরণ করেছে ৪২ জন। রূপগঞ্জের রয়েছে ২ জন। নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করা হয়েছে। কিছু গার্মেন্টেস খোলা হয়েছে। তারপরও লাখ লাখ মানুষ কর্মহীন রয়েছে।