আজ শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

করোনা টিকা নিলেন সংবাদচর্চা’র সম্পাদক মুন্না খাঁন

সংবাদচর্চা অনলাইনঃ

সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুন্না খাঁন করোনা ভাইরাসের (ভ্যাকসিন) টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার ১১ই ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে তিনি এ টিকা গ্রহণ করেন।

টিকা নেওয়ার প্রতিক্রিয়ায় মুন্না খাঁন বলেন, টিকা গ্রহণের পর শারীরিক কোনো প্রতিক্রিয়া দেখা দেয়নি৷ ভয়-ভীতি কাটিয়ে করোনার টিকা সকলকেই নিতে হবে।

তিনি বলেন, শুধু করোনা টিকা নিলেই বেঁচে যাবো এমনটি নয়। এই মহামারি থেকে পরিত্রাণ পেতে সামাজিক দুরুত্ব বজায় ও স্বাস্থ্য সচেতন হতে হবে।

এদিকে নারায়ণগঞ্জে প্রথম পর্যায়ে ১ লাখ ৫৬ হাজার করোনার টিকা (ভ্যাকসিন) কোভিশিল্ড এসেছে। নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩’শ শয্যা হাসপাতাল ও ১০০ শয্যা জেনারেল হাসাপাতলসহ আরও ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা বিনামূল্যে বিতরণ করছে সরকার।

সর্বশেষ সংবাদ