আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

করোনা টিকা নিলেন করোনা বীর খোরশেদ

সংবাদচর্চা অনলাইনঃ

করোনা টিকা (ভ্যাকসিন) নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। করোনা কালে করোনা বীর, বীর বাহাদুর, মানবতার ফেরিওয়ালা উপাধিতে ভূষিত হয়েছিলেন তিনি।

মঙ্গলবার ১৬ই ফেব্রুয়ারী সকাল ১১ টায় তিনি নারায়নগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে টিকা গ্রহন করেন তিনি।

টিকা গ্রহন শেষে কাউন্সিলর খোরশেদ বলেন, টিকা গ্রহন প্রক্রিয়া যথেষ্ট সহজ মনে হয়েছে। আমি আমার সহকর্মী কাউন্সিলার শওকত হাসেম শকু একসাথে নিয়েছি। আলহামদুলিল্লাহ, কয়েক ঘন্টা অতিবাহিত হলেও আমাদের কাছে কোন পার্শ্ব প্রতিক্রিয়া অনুভূত হয়নি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সরকারের দুই একজন মন্ত্রীর অতিকথন ও উস্কানীমূলক কথা  বিএনপি টিকা কার্যক্রমের বাইরে রাখতে চাইছে, যা আত্মঘাতমূলক। যারা নিজে টিকার নিবন্ধন করতে পারছেন না, তারা খোরশেদের কাউন্সিলর কার্যালয়ে এনআইডি কার্ড সহ উপস্থিত হয়ে বিনা খরচে নিবন্ধন করতে পারবেন বলে জানান তিনি ।