বন্দর উপজেলায় কবরস্থানের পাশে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ ভাই হৃদয় কে গ্রেফতার করা হয়েছে। ১১ জুন মঙ্গলবার রাতে বন্দর থানার বঙ্গশাসনস্থ পারটেক্স ক্যাবলের রাস্তার পাশে কবরস্থানের কাছে একটি ঝোপে এ ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে ধর্ষিতা কিশোরী বাদী হয়ে রাতে বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই রাতেই লম্পট হৃদয়কে (২৮) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত লম্পট হৃদয় বন্দর থানার লালখারবাগ এলাকার মৃত মনির হোসেন মিয়ার ছেলে।
জানা গেছে, গ্রেফতারকৃত হৃদয় ধর্ষিতার সৎ মায়ের পূর্বে সংসারের সন্তান। ধর্ষিতার মা গত ১০ বছর পূর্বে মারা গেলে ধর্ষকের মাকে বিয়ে করে। ১১ জুন মঙ্গলবার রাত ৮টায় কিশোরী তাদের বাড়ীতে আসার পথে লম্পট হৃদয় তাকে জোর পূর্বক তুলে নিয়ে কবরস্থানের নিকট একটি ঝোপে ধর্ষণ করে। পুলিশ ধর্ষিতাকে ডাক্তারী পরিক্ষার জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে এবং ধর্ষককে বুধবার সকালে আদালতে প্রেরণ করেছে।