আজ শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কংগ্রেসের ইশতেহারে ছবি নিয়ে ক্ষুব্ধ সোনিয়া

আসন্ন  ভারতের লোকসভা নির্বাচনে মঙ্গলবার  ইশতেহার প্রকাশ করেছে ভারতের গ্র্যান্ড ওল্ড পার্টি হিসেবে পরিচিত কংগ্রেস। তাদের এই ইশতেহার নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তবে অবাক করে বিষয় হচ্ছে এই ইশতেহারের মলাটের একটি ছবি নিয়ে আপত্তি তুলেছেন সাবেক কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

ইশতেহারে মলাটে মালদহের চাঁচলে রাহুল গান্ধীর জনসভায় উপচে পড়া ভিড়ের একটি ছবি ছাপা হয়েছে। উপরে লেখা ‘হাম নিভায়েঙ্গে’। আর নীচে রাহুল গান্ধীর একটি ছোট ছবি। তার পাশে কংগ্রেসের প্রতীক চিহ্ন ‘হাত’।

কংগ্রেস সূত্র মতে, সোনিয়া মনে করেন- মলাটে ভিড়ের ছবিতে রঙ তেমন ফুটে ওঠেনি। বরং ইশতেহারের নয় নম্বর পাতায় গ্রামের মহিলাদের সঙ্গে রাহুলের ছবিটি অনেক বেশি রঙিন। সেটিই মলাটে নেওয়া উচিত ছিল।

দলীয় সূত্রের এমনটিও দাবি, মহাত্মা গান্ধী বা জওহরলাল নেহ্‌রুর মতো কিংবদন্তি নেতাদের ছবি না থাকাতেও আপত্তি রয়েছে সোনিয়ার।

তবে কংগ্রেস নেতাদের মতে, ইশতেহারের নয় নম্বর পাতায় গ্রামের মহিলাদের সঙ্গে রাহুলের ছবি নিঃসন্দেহে রঙিন। কিন্তু সে মহিলাদের ঘোমটা দেওয়া রয়েছে। কংগ্রেস একটি আধুনিক ইশতেহার তৈরি করতে চেয়েছে। সে কারণে দলের আলোচনায় অনেকে সে ছবিটি মলাটে আনতে আপত্তি তোলেন। সূত্র: আনন্দবাজার।