সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ওবদা এলাকায় অভিযান পরিচালনা করে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের মোঃ রায়হান (২৫), মোঃ মেহেদী হাসান (২৬), মোঃ মেহেদী (২৫), ঝিনাইদহের মোঃ শাওন (২৬), কুমিল্লার মোঃ আরিফ বিল্লাহ (৩০) , মোঃ সাজ্জাদ হোসেন (২৩), মোঃ শাকিল ইসলাম ওরফে তুষার (২৭)।
গত ২০ জুন রাত সাড়ে ৯ টায় তাদের গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর এএসপি ( সিপিএসসি, আদমজীনগর) মোঃ সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
তিনি জানান , গ্রেফতারকৃত আসামীরা নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় কিছুদিন যাবত মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক ব্যবসা তাদের এক মাত্র পেশা। অধিক লাভের আশায় পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা করে আসছে। আসামিদের বিরুদ্ধে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।