আজ বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এসএসসি’র কেন্দ্র পরিদর্শনে ডিসি

নিজস্ব সংবাদদাতা

এসএসসি পরীক্ষার ৩য় দিনে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। এর আগে ৩ ফেব্রুয়ারি সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও এক যোগে শুরু হয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল সমমানের পরীক্ষা ।

বৃহস্পতিবার সকালে নগরীর মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ, কাশিপুর বাংলা বাজার ওজির উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এসময় ডিসি জানান, নকল মুক্ত পরিবেশে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। পরে তিনি বিদ্যালয়ের পাশে শহিদ মিনার এবং স্মৃতি স্তম্ভ পরিদর্শন করেন।

এবার নারায়ণগঞ্জ জেলা থেকে ৩৪ হাজার ২১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছে। জেলার ২৫৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪৪ টি কেন্দ্রে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসকের শিক্ষা শাখার উচ্চমান সহকারি মো. হানিফ এ তথ্য জানান।

উল্লেখ্য, এসএসসি পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত চলবে। সাধারণ শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ৩ ফেব্রুয়ারি এসএসসি সমমনা পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৫ মার্চ।

আরআই/এসএএইচ