আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এলজিইডি প্রধান প্রকৌশলীর বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন

 (গোপালগঞ্জ ) প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে  এলজিইডি প্রধান প্রকৌশলীর মো: আবুল কলাম আজাদ  ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ, বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টে শহিদদের রুহের মাগফিতার কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পাওয়ায় এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
তার নের্তৃত্বে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: খলিলুর রহমান, ত্ববধায়ক প্রকৌশলী এ কে আজাদ, ত্ববধায়ক প্রকৌশলী নুর মোহাম্মাদ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সাবেক টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যা সোলাইমান বিশ্বাস টুঙ্গিপাড়া আওয়মীলীগের সভাপতি আব্দুল হালিম শেখ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় তিনি সংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, মাষ্টাররোলে যারা চাকুরী করেন তাদের হাইকোট তাদের পক্ষে থাকলেও তারা হাইকোটের রায় অনুযায়ী ডিউটি করেনা। এজন্য তাদের পার্মারেন্ট করতে সমস্যা হচ্ছে।