আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জ-১ আসনে এমপি গাজীর মনোনয়নপত্র দাখিল

এমপি গাজীর মনোনয়নপত্র দাখিল

এমপি গাজীর মনোনয়নপত্র দাখিলনবকুমার:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জে) মনোনয়নপত্র দাখিল করেছেন বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

বুধবার দুপুরে রূপগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার আবুল ফাতে মোঃ সফিকুল ইসলামের কাছে তিনি মনোনয়ন পত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন,আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এড.আনিছুর রহমান দীপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল,রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ সভাপতি ইঞ্জি.শেখ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মানজেরী আলম টুটুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন,তারাব পৌর আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন প্রমুখ।

মনোনয়ন পত্র জমাদান শেষে গোলাম দস্তগীর গাজী বলেন,বাংলার জনগণ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে নৌকায় ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমার দৃঢ় বিশ্বাস আগামী নির্বাচনে রূপগঞ্জে নৌকা বিপুল ভোটে জয়লাভ করবে।

তিনি বলেন, জনগণ আগামী নির্বাচনে আগুন সন্ত্রাসীদের ব্যালটের মাধ্যমে বর্জন করবে। যারা বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে তাদের ভোট চাওয়ার কোন অধিকার নেই।

গোলাম দস্তগীর গাজী বলেন, নৌকার বিজয়ে কোন ভেদাবেদ থাকবে না। মনোনয়নের পর্ব শেষ হলে সবাই নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তখন কোন গ্রুপিং থাকবে না।

জানা গেছে রূপগঞ্জে এখানে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয় নি। বিএনপির তিন জন মনোনয়ন পত্র দাখিল করেছে।

ঘোষিত তফসিল অনুসারে নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর। ২৮ নভেম্বর নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন দাখিলের শেষ সময়। আগামী ০২ ডিসেম্বর প্রার্থী যাচাই বাছাই করা হবে। এবং ০৮ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়।

সর্বশেষ সংবাদ