নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে আমানুল্যাহ সাঈদ, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।
এবার এ মামলায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু।
আজ শুক্রবার আসামি বাবু স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক জালাল উদ্দিন।
গত ২২ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ওই মামলা দায়ের করেন।
আরও পড়তে পারেন

ফতুল্লার তক্কার মাঠ এলাকার ‘জঙ্গি আস্তানা’ থেকে আটক বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম জয়নাল আবেদিনের ছেলে প্রভাষক ফরিদউদ্দিন রুমি রাজধানীর গুলিস্তানসহ কয়েকটি স্থানে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছেন । এছাড়া নিষিদ্ধ এই সংগঠনটির আরেক সদস্য মিশুক খান মিজানের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চারদিনের রিমান্ড…

নিজস্ব প্রতিবেদক: ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে ইসলামী বক্তা মুফতি আমির হামজা দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক কাজী মিজানুর রহমান পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। একই সঙ্গে…

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে লিটন হত্যা মামলার রায়ে তিনজনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচার শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন। রায় ঘোষণকালে তিন আসামীদের মধ্যে রফিকুল ও হাবীব ওরফে কাউসার ওরফে হাবলা আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামী শরীফ মিয়া…
