আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এফবিসিসিআই নির্বাচন করছেন গাজী পুত্র বাপ্পী

নবকুমার:

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক (২০১৯-২০২১) নির্বাচন আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে।  এ নির্বাচনে পরিচালক পদে  প্রতিদ্বন্দ্বী করছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের ছোট ছেলে তরুণ শিল্পোদ্যোক্তা বর্তমান পরিচালক গাজী গোলাম আশরিয়া বাপ্পী । তিনি  সম্মিলিত ব্যবসায়ী পরিষদের  প্যানেলে লড়ছেন। তিনি কিশোরগঞ্জ চেম্বার অব কর্মাস ইন্ড্রাট্রিজের প্রতিনিধি । তার ভোটার নং ২০৭ ।

গাজী গোলাম আশরিয়া বাপ্পী দেশে বাসির কাছে দোয়া  এবং ব্যবসায়ীদের কাছে ভোট চেয়েছেন।

প্রসঙ্গত  এবার এফবিসিসিআইয়ের ৬০ পরিচালক পদের মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৮টি করে মোট ৩৬টি পরিচালক পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ২৪ জন পরিচালক হবেন মনোনীত। যাদের মধ্যে ১২ জন আসবেন বিজিএমইএ, বিটিএমইএ, বিটিএমএসহ বিভিন্ন খাতের শীর্ষ ১২টি অ্যাসোসিয়েশন থেকে।

মনোনীত অন্য ১২টি পরিচালক পদ নির্ধারিত ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, বাংলাদেশ চেম্বার, চট্টগ্রাম চেম্বারসহ দেশের বড় চেম্বারগুলোর জন্য। বাংলাদেশের ৮২টি চেম্বার ও ৩৮৫টি পণ্যভিত্তিক অ্যাসোসিয়েশনের সাধারণ পরিষদের সদস্যরা ভোট দিতে ৩৬ জনকে পরিচালক নির্বাচিত করবেন। পরবর্তীতে ৬০ জন পরিচালক এফবিসিসিআই সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন।