টি.আই.আরিফ :
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়া বলেছেন, এখন আমাদের জয়কাল। চনপাড়াবাসী আমার সাথে আগেও ছিলো এখনও আছে। চনপাড়ায় কোন মাদক ব্যবসা চলবে না। চনপাড়ায় গুটি কয়েক লোক মাদক ব্যবসা করে। চনপাড়াবাসী বীরের মতো চলে। আপনারা পুলিশের চোখে চোখ রেখে কথা বলতে জানেন।
গতকাল চনপাড়ায় জনসভায় তিনি এসব কথা বলেন।
দীপু ভুঁইয়া আরও বলেন, খালেদা জিয়াকে রানীর মতো সম্মান দিয়েছে জনগণ। শেখ হাসিনা চোরের মতো পালিয়ে গেছে। তারেক রহমানের ভয় নেই। অন্তর্বতী সরকারের কাছে আমরা দ্রুত নির্বাচন চাই।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।