আজ সোমবার, ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

একনাগাড়ে বৃষ্টিতে রূপগঞ্জে বিপর্যস্ত জনজীবন

সংবাদচর্চা রিপোর্ট:

মৌসুমি আবহাওয়া ও টানা বৃষ্টিতে রূপগঞ্জে জনজীবন বিপর্যস্ত। গত ২৪ ঘন্টায় টানা বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে।  বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। গতকাল সরেজমিনে দেখা গেছে  তারাব পৌরসভার ৪ ও ৭ নং ওয়ার্ডে অনেক বাসায় পানি গেছে। সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী জলাবদ্ধতা নিরসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পৌরসভার পক্ষ থেকে ড্রেন পরিস্কার করা হচ্ছে। কিন্তু জনগণ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলছে । সেই ময়লা ড্রেনে গিয়ে পানি নিষ্কাশনের সমস্যা হচ্ছে। তাছাড়া অনেকে পরিকল্পনাহীন অপেক্ষাকৃত নিচু এলাকায় বাড়ি নির্মান করেছে । সেখানে বছরে অর্ধেক সময় এমনিতেই পানি জমে থাকে। উপজেলার বিভিন্ন ড্রেন বা ক্যানাল দখল হয়ে যাচ্ছে। প্রশাসন একটু নজর দিলেই দখল উচ্ছেদ সম্ভব হবে।