আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের নতুন ভবন উদ্বোধন

একটি বাড়ি একটি খামার

একটি বাড়ি একটি খামার

আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের ও পল্লী সঞ্চয় ব্যাংকের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ড. মো: মোজ্জাম্মেল হক খান কমিশনার (অনুসন্ধ্যান) দুর্নীতি দমন কমিশন।

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া, ইউএনও সুরাইয়া খান, এ্যাসিল্যান্ড রেজওয়ান-উল-হক, আড়াইহাজার পৌরসভার মেয়র হাবিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের প্রকল্প সম্মনয়ক অফিসার খন্দকার হাসান তারেক, আমির হোসেন, ফিল্ড অফিসার জাহাঙ্গীর আলম ও আড়াইহাজার উপজেলা জামে মসজিদের খতিব মাও. মুকবল হোসেন প্রমূখ।

৫ কাঠা জমির ওপর ১ হাজার ২০০ স্কয়ার জমির ওপর প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমির কনস্ট্রাকশন ভবনটি নির্মাণ কাজ বাস্তবায়ন করেন।

একই দিনে তিনি আড়াইহাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ের চত্ত্বরে একটি বিশ্ররামাগার ও এজলাসের উদ্বোধন করেন। পরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্থানীয় মুক্তিযোদ্ধা এসএম মাজহারুল হক অডিটরিয়ামে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে দুর্নীতি বিরোধী একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।