আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এ কেমন স্বাধীনতা :জাকিয়া রহমান ঝুমুর

একটাই আশা;
দুর্নীতিমুক্ত স্বদেশ গড়ার প্রত্যাশা।
একটাই ছিল চাওয়া
সে পেলো না পরিপূর্ণতা!
এ কেমন স্বাধীনতা ?
তোমরা এনে দিয়ে চলে গেলে!
দুর্নীতিমুক্ত স্বদেশ পাবো কবে;
বাংলা কেন এত অবজ্ঞা সইবে পদে পদে?
দুর্নীতি কি পিছু ছাড়বে না আর তবে!
দুর্নীতিতে জর্জরিত আজ বাংলা।
এটাই কি স্বাধীনতা!
এ কেমন স্বাধীনতা?
তোমরা এনে দিয়ে চলে গেলে!
তোমরা আবারো এসো ফিরে বীরের বেশে এই বাংলায়।

সর্বশেষ সংবাদ