আজ বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে উৎসব মূখর পরিবেশে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

উৎসব

রূপগঞ্জে উৎসব মূখর পরিবেশে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

উৎসব

 

তুহিন মোল্লা, রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলার  বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ  স্থানে আলোচনা সভা, আনন্দ মিছিলের মধ্যে উৎসব মূখর পরিবেশে বঙ্গবন্ধুর ৪৬তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

বিভিন্ন স্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়নগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন,

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের পথে দেশকে  ব্যাপক উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারই কন্যা শেখ হাসিনা । এ উন্নয়নের ধারা অব্যাহত থাকলে খুব অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধুর খুদা মুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মিত হবে।ইতোমধ্যে বাংলাদেশ  সে পথে পা দিয়েছে, মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে। গৃহ হারা পরিবারকে বিনামূল্যে বাড়ি দেওয়া হচ্ছে । শিক্ষার হার বৃদ্ধির জন্য সরকার বিনামূল্যে বই দিচ্ছে। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া হচ্ছে। বেকার সমস্যা সমাধানের জন্য দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করা হচ্ছে। গার্মেন্টস শ্রমিকদের বর্তমান সরকার বেতন বৃদ্ধি করছে। বঙ্গবন্ধু সবসময় কৃষকদের শ্রমিকদের কথা ভাবতেন কিভাবে তাদের ভাগ্যের উন্নয়ন করা যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের বিভিন্ন ভাবে ভর্তুকি দিয়ে অাসছে আসছে । দেশে খাদ্য ঘাটতি নেতা। রাস্তঘাটসহ সামাজিক অবকাঠামোর উন্নয়ন হচ্ছে। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে।বাঘা বাঘা যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করা হয়েছে । বহিঃবিশ্বের চেয়ে বাংলাদেশ সফল ভাবে জঙ্গিদমন করে শান্তি প্রতিষ্ঠা এখানে কোন সাম্প্রদায়িকতা নেই। যারা সাম্প্রদায়িকতা উস্কানি দেবে তাদের কে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে শক্ত হাতে দমন করা হবে।সকল চাদাবাজ,মাদক ব্যবসায়ীদের দমন করা হবে। দেশে আর খাদ্য মন্দা নেই, কোন মানুষ না খেয়ে মারা যাচ্ছে না, পদ্মাসেতু দৃশ্যমান হচ্ছে, এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশবাসিকে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে।বঙ্গবন্ধুর

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইঞ্জি.মো: শেখ সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা তাবিবুল কাদির তমাল, এ.কে.এম রেজাউল করিম মান্জুর, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, শাহাবুদ্দিন,আব্দুল আল মামুন, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাছ,  যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক রফিক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক নাদীম ভূইয়া, শ্রমিকলীগ নেতা মোহাম্মদ আলী, বেলায়েত,যুবমহিলালীগের সভাপতি ফেরদৌসী, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ভিপি শাহরিয়ার পান্না সোহেল, না.গঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাতুল আহম্মেদ খোকন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন,রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল  মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ  ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাঈদ সোহেল,ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক রিয়াজ আহম্মেদ। রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের একাধিক নেতা-আওলাদ, হোসেন, উজ্জ্বল, মাছুম, সজিব, আদনান, জুম্মান, এম এ আজিজ, আরিফ খান জয় প্রমুখ।