আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উপজেলা পরিষদের মাসিক কার্যকরী সভা অনুষ্ঠিত

 

তুহিন,রূপগঞ্জ প্রতিনিধি: ১৪ই সেপ্টেম্বর উপজেলা কনফারেন্স রুমে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের মাসিক কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় নারায়ণগঞ্জ-১, রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেন সরকাররের কাছ থেকে মসজিদ,মন্দির,গোরস্থান এর জন্য বরাদ্দ আসছে।তিনি আরও বলেন উপজেলা প্রশাসন ও স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের নিদিষ্ট সময়ের মধ্যে রুপসী থেকে কাঞ্চন,ছন পাড়া থেকে চান টেক্সটাইল ,নাভানা থেকে ডেমরা ব্রিজ পর্যন্ত রাস্তা সম্প্রসারনের নির্দেশ দেন।এছাড়া তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার প্রতিশ্রুত সকল অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার জন্য উপজেলা পরিষদকে নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ শফিকুল, সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম  উপজেলা অফিসারের কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, অফিস সুপার খালিদ বিন আনিস, এলজিইডি উপ সহকারী প্রকৌশলী ফিরোজ সাইফুদ্দিন, এলজিইডি বিভাগের হিসাব রক্ষক আবুল হোসেন, অফিস সহকারী মাহমুদুল হাসান, রফিকুল ইসলাম, নূরে আলম ভূঁইয়া, হিসাব সহকারী মোশাররফ হোসেন, সাঁট মুদ্রাক্ষরিক তরিকুল ইসলাম, সারভেয়ার আশরাফুল ইসলাম, ড্রাফটসম্যান মোহাম্মদ শাহনেওয়াজ ভূঁইয়া, অফিস সহঃ কম্পিউটার অপারেটর তোফায়েল আহাম্মদ, ইলেক্ট্রিশিয়ান আব্দুল্লাহ আল মামুন, কার্য সহকারী সাইদুল ইসলাম, আবুল কাশেম, হাবিবুর রহমান, মিজানুর প্রমুখ।

এছাড়া  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাছ,দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর মাষ্টার,গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর ভূঁইয়া,কায়েতপাড়া ইউপি সদস্য মোয়াজ্জেম ভূঁইয়া,মুড়াপাড়া ইউপি সদস্য ডালিম সহ স্থানীয় জন প্রতিনিধিগণ।

সর্বশেষ সংবাদ