নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়া -১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এডভোকেট এ কে এম সরওয়ার জাহান বাদশা সদ্য শেষ হওয়া উপজেলা নির্বাচন নিয়ে কেউ সহিংসতা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার কথা যানিয়েছেন।
তিনি বলেছেন, দৌলতপুরে যারা নৌকার ভোট করেছেন বা ভোট দিয়েছেন তারাও আওয়ামী লীগের নেতা-কর্মী বা ভোটার তেমনি যারা আনারসের ভোট করেছেন বা ভোট দিয়েছেন তারাও আওয়ামী লীগের নেতা-কর্মী বা সর্মথক। নির্বাচনে জয়-পরাজয় থাকবে। তাই এই নির্বাচন নিয়ে আজকের পর থেকে কেউ যদি সহিংসতা বা অরাজগতা কারার চেস্টা করেন আইন র্শঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের।
তিনি আরও বলেন, উপজেলা নির্ববাচনে যারা নৌকা বা আনারসের পক্ষে ভোট করেছেন তারাই গত ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে একজোট হয়ে নৌকার পক্ষে কাজ করে নৌকার জয় নিশ্চিত করেছেন। সুতরাং আজকের পর থেকে আর কেউ কোন সহিংসতা, মারামারী বা গ্যানজাম ফ্যাসাদ কারার চেষ্টা করবেন না।