আজ বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

উন্নয়ন কাজে বাধাদানকারীরা দেশের শত্রু: এসপি জায়েদুল

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, যারা দেশবিরোধী তারা মুক্তিযুদ্ধের সময়ও শুত্রুতা করেছে। এখনও তারা উন্নয়নে আমাদের বাধাগ্রস্ত করে। তাই তাদেরকে প্রতিহিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই প্রথম আমাদেরকে মন্ত্রী উপহার দিয়েছেন। তাই আমরা আমাদের মন্ত্রী মহোদয়কে নিয়ে একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলবো। 
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মুজিববর্ষের সকল কার্যক্রম আমরা তদারকি করবো। মুজীববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার।

জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে এ সময়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম বিল্লাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূইয়া,  উপজেলার নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম উপস্থিত ছিলেন ।