আজ শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত

উত্ত্যক্তের-প্রতিবাদ

 

বন্দর প্রতিনিধি:
বন্দরে বোনকে উত্ত্যাক্তের ঘটনায় প্রতিবাদের জের ধরে পিতার সামনে ভাইকে ছুরিকাঘাত করেছে এক বখাটে যুবক । বহস্পতিবার সন্ধ্যায় লাঙ্গলবন্দ বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত যুবকের নাম মোবারক হোসেন(২৫) ও চিড়ইপাড়া নন্দনকানন গ্রামের হাবিবুর রহমানের ছেলে।  শুক্রবার সকালে এলাকাবাসীর সহায়তা বখাটে আসলাম(২৩)কে গ্রেপ্তার করে পুলিশ। ১৫ দিন আগে একই ঘটনায় আসলাম দারালো বটি দিয়ে বৃদ্ধ হাবিবকে কুপিয়ে জখম করেছিল । গ্রেপ্তারকৃত আসলাম চিড়ইপাড়া কলোনীর মৃত সাহাজউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার আগ মুহুর্তে আসলাম ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাস ষ্ট্যান্ড আবু তাহের মিয়ার হোটেলের সামনে দাড়িয়ে ছিল। এসময় মোবারক হোসেনকে তার বাবা হাবিবুর রহমান ওই হোটেলে সামনে এসে পৌছা মাত্র আসলাম তার কোমড় থেকে দারালো ছুরি বের করে মোবারকের পেটে ও শরীরে বিভিন্ন স্থানে এলোপাথারি ভাবে ছুরিকাঘাত করে মুহুর্তে মধ্যে পালিয়ে যায়। পরে মোবারক মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরে তাকে রক্তাক্ত মূর্মুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা বেগতিক দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে আইসিওতে চিকিৎসাধীন।
এলাকাবাসী জানান, স্বামী পরিত্যাক্ত রেহেনা আক্তার বিদেশ থেকে দেশে চলে আসার পর স্থানীয় একটি গার্মেন্টে কাজ করতো। গার্মেন্টে আসা-যাওয়ার পথে পার্শ্ববর্তি বাড়ির বখাটে আসলাম তাকে প্রতিনিয়ত উত্ত্যাক্ত করতো। বোনকে রাস্তা ঘাটে উত্ত্যাক্ত না করার জন্য রেহেনার ভাই মোবারক বখাটে আসলামকে সাশানো হয়। এর পরেও আসলাম থামেনি। আসলামের অত্যাচারে অতিষ্ট হয়ে রেহেনাকে তার বড় বোনের বাড়ি নরসিংদীতে পাঠিয়ে দেয় পরিবার। রেহেনাকে বাড়ি থেকে অন্যত্রে পাঠিয়ে দেয়ায় আসলাম ক্ষিপ্ত হয়ে গত ২৮ মার্চ বিকালে রেহেনার পিতার হাবিবুকে দারালো বটি দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে বৃহস্পতিবার সন্ধ্যায় মোবারক হোসেন কাজ থেকে বাড়ি ফেরার পথে পিতার সামনে পেটে ছুরি ঢুকিয়ে দেয় আসলাম।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মন্ডল জানান, ছুরিকাঘাতে আহত মোবারক ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সেপেক্টর মোস্তাফিজুর রহমান বখাটে আসলামকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় মামলা নেয়া হচ্ছে।