নবকুমার:পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সদরুল আলম পিন্টুকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা।
গতকাল রবিবার সন্ধ্যায় দুবৃত্তরা পিন্টুর উপর হামলা চালালে প্রাথমিক ভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা গুরুতর দেখে ডাক্তাররা তাকে রাজশাহীতে স্থানান্তর করে দেয়।
আজ সোমবার মৃত্যুর সাথে লাড়াই করে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। জানা গেছে নিহতের শরীরে ৩টি গুলি এবং একাধিক স্থানে কুপানোর চিহ্ন রয়েছে।
স্থানীয়রা জানান ,এটা রাজনৈতিক হত্যাকান্ড। ঈশ্বরদীতে বর্তমানে আইনশৃঙ্খলার চরম অবনতি বিরাজ করছে।একের পর এক হত্যা কান্ড বেড়েই চলছে। যারাই এখানে জনপ্রিয় হয়ে উঠছে তাকেই অদৃশ্য শক্তির মদদে হত্যা করা হচ্ছে। এ হত্যা কান্ডের শেষ কোথায়?
হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়ে উঠছে এলাকাবাসি।
সদরুল আলম পিন্টু নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করছে পাবনা ৪ আসনের সাবেক সাংসদ পাঞ্জাব বিশ্বাস।এক শোকবার্তায় তিনি নিহতের শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তি দাবি জানান ।বিস্তারিত আসছে..