আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রমজান ও ঈদের নিরাপত্তা সংক্রান্ত মত বিনিময় সভা

ঈদের নিরাপত্তা

ঈদের নিরাপত্তা

 

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র মাহে রমজান এবং ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নিরাপত্তা প্রস্তুতি সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভা কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মঈনুল হক বলেন, শহরে যানজট নিরসনে আপনাদেন সকলের সহযোগীতা প্রয়োজন। আপনারা যারা বিভিন্ন ব্যবসা বানিজ্য ও পরিবহন সেক্টরে কাজ করেন সকলই এ জেলার অধিবাসী। আমাদের সঙ্গে আপনাদের সাথে কোন রকমের বিরোধ নেই। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনাদের নিরাপত্তাদানে আমরা সবসময় সহযোগীতা করে থাকি। তাই পবিত্র রমজান মাসকে সামনে রেখে আপনাদের প্রতি আহ্বান রইলো আপনাদের স্ব স্ব প্রতিষ্ঠানের সকল কার্যক্রমগুলো সঠিকভাবে পালন করবে। আমরা চাইনা আল্লাহর বান্দাদের কষ্ট দিতে এবং একজনের সুবিধার্থে ৯৯ জনের হক আমি নষ্ট করতে পারিনা। এ অধিকার আল্লাহপাক আমাকে দেয়নি। আমরা সকলেই রহমতের মাসে শান্তিপূর্ণভাবে থাকতে চাই। তাই আপনাদের সকলের সহযোগীতা আমরা কামনা করছি।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফজুর রহমান, মতিয়ার রহমান, মোঃ ফারুক হোসেন, আব্দুর রশিদ, ট্রাক, ট্যাংকলরি, কভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিউদ্দিন প্রধান, ট্রাক, ট্যাংকলরি, কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, দিদার হোসেন, রওশন হোসেন, আনোয়ার হোসেন মেহেদি সহ অন্যান্য শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দ।