নিজস্ব প্রতিবেদক:
ঈদ সামনে রেখে নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন গন্তব্যে বিআরটিসির বিশেষ বাস সার্ভিসের টিকেট বিক্রি মঙ্গলবার থেকে শুরু হবে।
গত সোমবার দুপুরে মতিঝিলে রাষ্ট্রায়ত্ত সড়ক পরিবহন সংস্থা বিআরটিসির কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে এক সভার পর সাংবাদিকদের এতথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ওই দিন ‘ঈদ স্পেশাল সার্ভিসের’ ১৩ জুনের টিকেট বিক্রি করা হবে। ঈদের আগের দিন পর্যন্ত বাস চলবে।
“ঢাকা মহানগরীর ৬টি বাস ডিপোসহ গাজীপুর ও নারায়ণগঞ্জের ৮টি ডিপো হতে মোট ৪৭৫টি বাস প্রতিদিন বিভিন্ন গন্তেব্যের উদ্দেশ্যে ছাড়বে। ঢাকা মহানগরীতে ৫৪টি বাস স্ট্যান্ড বাই থাকবে।”
দেশের অন্যান্য অঞ্চলের ১১টি ডিপো থেকে আন্তঃজেলার মধ্যে ৩৭৫টি বাস চলাচল করবে বলে জানান তিনি।
সেতুমন্ত্রী বলেন, ঈদের দুই দিন আগে থেকে ঢাকা মহানগরীর বিআরটিসির ৬ ডিপো ও গাজীপুর-নারায়ণগঞ্জের ৮ ডিপো থেকে উত্তরবঙ্গগামীসহ বিভিন্ন গন্তব্যের কারখানা শ্রমিকদের পরিবহন সেবা দেওয়া হবে।