সংবাদচর্চা রিপোর্ট:
বাংলাদেশ টেক্সটাইল ডাইস এন্ড কেমিক্যাল মার্চেন্ট এসোসিয়েশনের কেমিক্যাল ব্যবসায়ীরা ঈদ পুনর্মিলন অনুষ্ঠান করেছে।
১৮ (জুন) মঙ্গলবার দুপুর দেড় টায় নারায়ণগঞ্জ গ্র্যান্ড হল(৪র্থ,৫ম,৬ষ্ঠ) হাসনাত স্কয়ারে বাংলাদেশ টেক্সটাইল ডাইস এন্ড কেমিক্যাল মাচেন্ট এসোসিয়েশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্বের বক্তব্যে আলহাজ্ব গিয়াসউদ্দিন বলেন, আমরা আপনাদের সকলকে আনন্দ দেওয়ার জন্য ২০১৭ সালে এরকম একটি অনুষ্ঠান করেছিলাম। আজ আবার এ বছরে এরকম একটি অনুষ্ঠান পালন করলাম। আমরা আশা করি এখন থেকে প্রতি বছর আমরা এরকম আনন্দঘন অনুষ্ঠান পালন করব। আমাদের লক্ষ ও উদ্দেশ্য সকল ব্যবসায়ীদের সাহায্য সহযোগিতা করা। আমাদের ব্যবসায়ীদের উপর অনেক ঝড় ঝাপটা আসে। নির্বিঘেœ শান্তিপূর্ণ ভাবে ব্যবসা করা কঠিন হয়ে পড়ে। তাই ব্যবসায়ী ভাইয়েরা আসুন আমরা সকলে এক জোট হয়ে ব্যবসা করি । আমাদের সুদূর পরিকল্পনা আপনাদের সাথে জড়িত। তাই আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন. প্রধান অতিথি আলহাজ্ব মো আঃ হাসেম, লিটন সাহা, রনি সাহা রামু সাহা, জুয়েল ,সাগর,সেলিম রেজা, জয় কুমার সাহা,সিরাজুল হক হ্ওালাদার,তাজুল ইসলাম টুটুল,অশুক মহেশ্বরি, একরামুল মুন্না,আমিন উদ্দিন ,আকবর হোসেন, এড. সরকার হুমায়ূন কবির প্রমূখ।