আজ বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার-৩

ইয়াবাসহ-গ্রেপ্তার

১৩ শ’ ইয়াবাসহ

 

বন্দর প্রতিনিধি:
বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে বন্দর থানার বন্দর আমিন আবাসিক এলাকা ও ইস্ট টাউন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ওই সময় ২ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২’শ ৫০ গ্রাম গাঁজা ও ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৩৮(৪)১৮ ও ৩৯(৪)১৮।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক শাখাওয়াত হোসেনসহ সঙ্গীয় র্ফোস বৃহস্পতিবার রাতে আমি আবাসিক এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পুলিশ ২’শ ৫০ গ্রাম গাঁজাসহ বন্দর বাবুপাড়া এলাকার মৃত সাদেক আলী মিয়ার ছেলে গাঁজা ব্যবসায়ী মুন্না (৪৮)কে গ্রেপ্তার করে। এ ছাড়াও বন্দর থানার এএসআই নাসিরসহ সঙ্গীয় র্ফোস একই রাতে বন্দর থানার লাউসারস্থ ইস্ট টাউন এলাকায় অভিযান চালিয়ে ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সোনারগাঁ থানার কান্দাপাড়া এলাকার মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী সাহেদ (২৮) ও রাজবাড়ী জেলার বালিয়া কান্দি থানার পদমদী এলাকার নজরুল ইসলামের ছেলে অপর মাদক ব্যবসায়ী সালে আহাম্মদ ওরফে রনী (২৯)কে গ্রেপ্তার করে। ধৃত ৩ মাদক ব্যবসায়ীকে পৃথক ২টি মাদক মামলায় শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।