আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না’গঞ্জে রমজানকে স্বাগত জানিয়ে ইশার মিছিল

ইশার মিছিল

ইশার মিছিল

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করা হয়েছে। এবং মিছিল শেষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ মে) বিকেরে নগরীর ডিআইটি থেকে মিছিলটি শুরু হয়। মিছিল শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন জেহাদী সভাপতিত্বে মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারী মাওলানা শাহ আলম কাচপুরী, জেলা শ্রমিক আন্দোলনের আহ্বায়ক মোঃ ওমর ফারুক, যুব আন্দোলন সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ ইমদাদুল হক প্রমুখ।

 

ইশার মিছিল

মাওলানা আনোয়ার হোসেন জেহাদী বলেন, এই তাকওয়ার মাসে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য দিনের বেলা সকল হোটেল রেস্তোরা বন্ধ রাখতে হবে। পাশাপাশি অশ্লীলতা ও বেহায়াপনা থেকে বিরত থেকে রমজানের পুর্ণ পবিত্রতা বজায় রাখা সকলের ঈমানী দায়িত্ব।
তিনি আরও বলেন, এই রোজায় আমাদের শপথ করতে হবে যাতে আমাদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক জীবনে ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিতে পারি।