নিজস্ব প্রতিবেদক :- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অনার্স পড়ুয়া (২১) নামে এক ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে মনির হোসেন (২৪) নামে এক বখাটেকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম রুহুল আমিন রিমন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক মাসের কারাদন্ড দেন বখাটে মনির হোসেনকে। বখাটে মনির হোসেন উপজেলার দৈলরবাবাগ গ্রামের হালিম ব্যবসায়ী মোতালেবের ছেলে।
সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম রুহুল আমিন রিমন জানান, বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে পৌরভবনাথপুর গ্রামের ব্যাঙ্কার মনিরুজ্জামানের মেয়ে অনার্স পড়ুয়া প্রথম বর্ষের ছাত্রী সকালে কারাতে শিখতে মোগরাপাড়া চৌরাস্তায় পায়ে হেটে যেতে থাকে। এ সময় হাতকোপা এলাকায় রাস্তায় বখাটে মনির হোসেন ওই ছাত্রীর শরীরে ধরে উত্ত্যক্ত করতে থাকে। পরে ওই ছাত্রী আত্মরক্ষাতে বখাটে মনিরকে উত্তম মাধ্যম দিয়ে সোনারগাঁও থানা পুলিশের কাছে সোপর্দ করেন।