পিরোজপুর প্রতিনিধি ॥ ইন্দুরকানীতে এনজিও সংস্থা বুরো বাংলাদেশের ৭৭২তম শাখার উদ্বোধন ও ঋন বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইন্দুরকানী বুরো বাংলাদেশ শাখার ব্যবস্থাপক মামুন এলহির সভাপতিত্বে আলোচনা সভা ও ঋন বিতরন অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য দেন বুরো বাংলাদেশের খুলনা বিভাগীয় প্রধান জাফর আহম্মেদ জুয়েল ,ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন ,ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান সিকদার , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকিনা বেগম , বুরো বাংলাদেশের আঞ্চলীক ব্যবস্থাপক আবুল বাসার সরদার, এনজিও সংস্থাু ডাক দিয়ে যাই শাখা ম্যানেজার মোঃ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানা ওসি তদন্ত মোঃ আঃ ছালাম, এস আই আঃ আব্দুর রহিম, গ্রামীন ব্যাংক ইন্দুরকানী শাখা ম্যানেজার এস এম আসাদুজ্জামান, মুসলিম এইড শাখা ম্যানেজার মোঃ আব্দুল হান্নান ইন্দুরকানী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক গাজী আবুল কালাম, প্রমুখ। বুধবার সকাল ১১টায় এক অনারম্ভর অনুষ্টানের মধ্যদিয়ে এনজিও সংস্থা বুরো বাংলাদেরে ৭৭২ তম শাখার শুভ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জাফর আহমেদ বলেন ১৯৯০ সালে আমাদের পথচলা আজ অবদি আপনাদের সহোজগিতায় বুরো বাংলাদেশ এ পর্যন্ত আসতে পেরেছে। সমগ্র বাংলাদেশে ৮ লক্ষ দক্ষ কর্মকর্তা কর্মচারি নিয়ে কাজ করছে বুরো বাংলাদেশ এবং ১৬ লক্ষ গ্রহাক কে সেবা দিয়ে জাচ্ছে।আমাদের মুল উদ্দেশ্য বাংলাদেশর দারিদ্র জন গোষ্ঠিকে সর্ব প্রকার সহায়তা করা সমাজের কোন মানুষ যেন তার মৌলিক অধিকার থেকে বঞ্চীত না হয়। বুরো বাংলাদেশের এ প্রচেষ্টা অবহ্যাত থাকবে। আমাদের এখান থেকে কেহ যেন ঋণ নিয়ে ক্ষতির সম্মুক্ষিন না হয় আমাদের সংস্থার সকল কর্মকর্তা ও কর্মচারিগন সেদিকে লক্ষ রাখবেন। পরে বুরো বাংলাদেশ ইন্দুরকানি শাখা থেকে নতুন সদস্যদের মাঝে ঋণ বিতরণ করা হয় । অনুষ্ঠান টি পরিচালনা করেন বুরো বাংলাদেশ পিরোজপুর এরিয়া ম্যানেজার দিলিপ কুমার হালদার।