আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইছাখালিতে পাপ্পা গাজীর সভায় বজলুর বিশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক: রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালি বালুর মাঠে মুজিববর্ষ ও স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা । অনুষ্ঠানে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও প্রস্তাবিত চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বজলুর রহমান। তিনি জানান, মিছিলে শত শত লোক অংশ নিয়েছিলো। সভাস্থলে মিছিলটি পৌছালে জয় বাংলা, কায়েতপাড়ার মাটি পাপ্পা গাজীর ঘাঁটিসহ নানা শ্লোগানে মুখোরিত করে তোলে।

এসময় উপস্থিত ছিলেন চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলী সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম সরদার , চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি লোকমান ভান্ডারী, সাধারণ সম্পাদক শাহলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জামাল, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর খন্দকার, সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক ইব্রাহিম, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নান্দু মিয়া, সাধারন সম্পাদক মানিক সিকদার, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক আনিস মালিক, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি রফিক মাষ্টার, সাধারণ সম্পাদক আলম , চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুবকর সিদ্দিক , সিনিয়র সহ-সভাপতি মোঃ তারেক, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল ইসলাম রানা, ছাত্র লীগের সভাপতি মোঃ আরাফাত, সাধারণ সম্পাদক সর্নালী আক্তার, সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান দীন ইসলাম প্রমুখ।