আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইকবাল মোল্লাকে ক্ষমা করে ওবায়দুল কাদেরের চিঠি

সংবাদচর্চা রিপোর্ট:

আড়াইহাজার উপজেলা যুবলীগের সহ- সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন মোল্লাকে ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমা করে দিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য মোহাম্মদ ইকবাল হোসেন মোল্লাকে জানানো হয়েছে। তাছাড়া  চিঠির কপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী  ডা.দীপু মনি, সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত শহীদ মো.বাদলকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার অভিযোগে সংগঠনের গঠনতন্ত্রেও ৪৭(ক) ধারা অনুযায়ী আপনাকে (মোহাম্মদ ইকবাল হোসেন মোল্লাকে) কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয় । আপনার কারণ দর্শানোর নোটিশের জবাব বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বিবেচনা করেছে। আপনি সংগঠন বিরোধী কর্মকান্ডের কথা স্বীকার করে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা এমপির নিকট ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে সংগঠনের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থী কোন কার্যকলাপে সম্পৃক্ত হবেন না মর্মে লিখিত অঙ্গীকার ব্যক্ত করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট আপনার (ইকবাল) প্রেরিত লিখিত জবাব পর্যালোচনা করে এবং ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে আপনার প্রতি ক্ষমা প্রদর্শন করা হলো।

উল্লেখ্য, ভবিষ্যতে সংগঠন বিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত হলে, তা ক্ষমার অযোগ্য বলে গণ্য হবে।

প্রসঙ্গত,গত ৩১ মার্চ আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মুজাহিদুল ইসলাম হেলো সরকারের বিরুদ্ধে  স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন আড়াইহাজার উপজেলা যুবলীগের সহ- সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন মোল্লা। সেই নির্বাচনে তিনি হেরে গেছেন।