রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার প্রতিনিধি:-অচেনা এক মাঝ বয়সী পাগলী মাঠে জন্ম দিল এক নবজাতকের। কখন তা কেউ বলতে পারে না। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ নবজাতকের লাশ কাক ও কুকুরে খেয়ে ক্ষত বিক্ষত করে ফেলে। লোকজন দেখে পুলিশে সংবাদ দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
অপর দিকে উপজেলা স্বাস্থ্য কম্পেক্সের পাশে পড়ে আছে এক মাঝ বয়সী পাগলী। সে ও রক্তাক্ত।
শেষ পর্যন্ত ওই পাগলী স্বীকার করে যে, নবজাতকটি তার। সে ভোরে উপজেলা পরিষদ কম্পেক্স সংলগ্ন মাঠে প্রসব করে ফেলে এসছে নবজাতকটি। অনেকে পাগলীর দিক থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেও মুখ ফেরালেন না উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিব ইসমাইল ভূঁইয়া। তিনি পাগলীকে সযত্নে হাসপাতালে নিয়ে যান এবং তার চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনাটি প্রত্যক্ষদর্শী সকলের মনে নাড়া দিয়েছে। অনেকে বলছেন, পৃথিবীতে এখনো হৃদয়বান মানুষ আছেন।