আজ রবিবার, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ৪র্থ শ্রেণীর ছাত্রীর গলায় ফাঁস

আড়াইহাজার প্রতিনিধি:- আড়াইহাজার উপজেলা সদরের ফরিদ পাশার মাঠ এলাকায় রব হাজীর ৬তলা একটি বাড়ির ৪র্থ তলায় বরণী আক্তার (১১) নামে ৪র্থ শ্রেণীর এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে অাত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্র বার দুপুর ২টার দিকে।

ওই ফ্ল্যাটের বাসিন্দারা জানান, বরণীর মা মাবিয়া বেগম নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আড়াইহাজার জোনাল অফিসে ক্যাশিয়ার পদে কর্মরত। নিহতের পিতা বাবুল ও পল্লীবিদ্যুতের একজন ইলেক্ট্রিশিয়ান। তারা দীর্ঘ দিন যাবত ওই ফ্ল্যাটে  ভাড়া থাকছেন। দুপুর ২টা নাগাদ বরণী তার রুমে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। অনেক্ষণ পর তার মা খাবার খেতে  ডাকতে গেলে সে দরজা খুলছিল না। পরে সন্দেহ হলে দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে ফ্যানের  সাথে ঝুলন্ত অবস্থায় বরণীর লাশ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়। পুলিশ লাশটি উদ্ধার করেছে। তবে ঘটনার পর থেকে রহস্য জনক কারণে বরণীর মা বাবা পলাতক রয়েছে।