আজ বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রী গাজীর সুরক্ষা বুথ

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তসীর গাজী মন্ত্রী গাজী বীর প্রতীক আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে কোভিড-১৯ টেস্টিং বুথ উপহার দিয়েছেন। মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে এ বুথ প্রদান করা হয়েছে। রোববাব ( ৩ মে দুপুরে টেস্টিং বুথটি গ্রহণ করেন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা।

এ সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, করোনার এই মহামারিতে মন্ত্রী মহোদয় টেস্টিং বুথটি প্রদান করেছেন। যা অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। আমি  উনাকে  আন্তরিক অভিনন্দন জানাই।
এ সময় মেডিকেল অফিসার ডাঃ উত্তম কুমার দাশ গুপ্ত, আড়াইহাজার থানা প্রেসক্লাক সভাপতি মাসুম বিল্লাহ, সাংগঠকি সম্পাদক শাহজাহান কবির উপস্থিত ছিলেন।
আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ টেস্টিং  বুথটি প্রদান করায় মন্ত্রীকে অভিনন্দন জানান।

প্রসঙ্গত কোভিড-১৯ টেস্টিং বুথ তৈরী করেছে গাজী গ্রুপ। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে গাজী গ্রুপের নিজস্ব জনবল দিয়ে এই বুথ তৈরী করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন , সিভিল সার্জনকে কোভিড-১৯ টেস্টিং বুথ উপহার দিয়েছেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।