নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী খালপাড়া গ্রামে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকেরা। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে। এ ব্যাপারে আহত সুমনের বাবা আবজল বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায় যে, ওই দিন সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে ওই গ্রামের আবজলের ছেলে সুমন (২৬) কে ডেকে নেয় প্রতিপক্ষের বাদল, আশিক, কল্পনা ও হৃদয়। তারা তাকে ডেকে তাদের বাড়ীতে নিয়ে লাঠি সোটা দিয়ে ইচ্ছামত পিটিয়ে আহত করে। তাকে বাঁচাতে তার স্ত্রী পলি আক্তার (২২) এগিয়ে গেলে প্রতিপক্ষ তাকেও পিটিয়ে আহত করে। স্বজনেরা তাদেরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, তদন্ত করে ব্যবস্তা নেয়া হবে।