আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে শ্বশুর বাড়ীতে জামাতার আত্মহত্যা

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা:-
আড়াইহাজারে শ্বশুর বাড়ীতে আপেল (৩০ ) নামের এক জামাতা বিষপান করে আত্মহত্যা করেছে। রোববার সন্ধ্যায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আপেল বি,বাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সাতনগর গ্রামের সালাম হোসেনের ছেলে।
জানা গেছে, উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামের বাবুলের মেয়ের সাথে বাঞ্ছারামপুর উপজেলার সাতনগর গ্রামের সালাম হোসেনের ছেলে আপেলের সাথে দেড় বছর আগে বিবাহ হয়। বিয়ের পর তাদের সংসারে ১টি ছেলে সন্তান জন্ম হয়। স্বামী আপেল কোন কাজ না করায় এবং নেশা গ্রস্থ হওয়ায় প্রতিদিনই ঝগড়া হয়। এদিকে আপেল শনিবার শ্বশুর বাড়ীতে বেড়াতে আসেন। এসে তার স্ত্রী শিরিনার সাথে পারিবারিক বিষয়ে তর্ক বিতর্কে লিপ্ত হন। এই নিয়ে রোববার দুপুরে সকলের অজান্তে সে বিষপান করে। পরে স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে ঢাকা প্রেরণ করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকালে সে মারা যায়। আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় ইউ,ডি মামলা হয়েছে।