আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বৃদ্ধার উপর হামলা


সংবাদচর্চা রিপোর্ট: আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধা মহিলার উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৬জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকায় আব্দুল রহিমের স্ত্রী সুফিয়া বেগমের উপর হামলার ঘটনাটি ঘটেছে। আহত সুফিয়া বেগমকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
আহত সুফিয়া বেগম জানান, ঘটনার দিন আমি ক্ষেতে কাজ করছি এমন সময় একই এলাকার জহুরুলের ছেলে নজরুল ক্ষেতের পাশের বেড়ার উপর উঠে পেয়ারা গাছ থেকে পেয়ারা পারার সময় আমি বাঁধা দিলে তার সাথে কথার কাটাকাটি হয়। একপর্যায়ে নজরুল পেয়ারা না পারায় ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা চালায়। এমনকি ঘটনার পর নজরুলের বড় ভাই আক্কাস আড়াইহাজার উপজেলা হাসপাতালে এসে হুমকি-ধামকি দিয়ে বলে, থানায় মামলা করিলে ভালো হবে না।
এ বিষয়ে আড়াইহাজার থানার তদন্ত ওসি শওকত হোসেন বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। তবে কেউ যদি অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।