আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বাড়ছে হেলিকপ্টারে চড়ে বিয়ে

সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ছে হেলিকপ্টারে চড়ে বিয়ে। গত ১০ নভেম্বর বিশনন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাক্কু হেলিকপ্টারে চড়ে বিয়ের সূচনা করেছেন। বর সাখাওয়াত হোসেন সাক্কু বিশনন্দী কলাপাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে। তার বিয়ে হয় আড়াইহাজার পৌরসভার মুকুন্দি গ্রামে। ওই গ্রামের হেলালউদ্দিনের মেয়ে শাহীনুর আক্তার হ্যাপীর সঙ্গে তার বিয়ে হয়। বিশনন্দী মসজিদ মাঠ থেকে হেলিকপ্টারে চড়েন বর সাখাওয়াত হোসেন সাক্কু। দুপুর ২টা ৪৫ মিনিটে হেলিকপ্টারটি সেখান থেকে কনের বাড়িতে রওনা হয়। বিকেল ৪টা ১০ মিনিটে কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপর হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে নিজ গ্রামে ফেরেন সাখাওয়াত। সাখাওয়াতের পরিবার জানায়, ‌সাক্কুর শখ হয়, বিয়ে করলে হেলিকপ্টার নিয়ে কনের বাড়ি যাবে। তার সেই স্বপ্ন ও শখ পূরণ হয়েছে। এরপর বৃহস্পতিবার ( ২৬ নভেম্বর) আড়াইহাজারে স্থানীয় এক যুবলীগের নেতার বোনকে হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছেন এক যুবদল নেতার শ্যালক। বর সাভারের কাদির চর আশুলিয়া এলাকার লতিফের ছেলে মারুফ আহমেদ জয় (২৫)। কনে আড়াইহাজার পৌরসভাধীন বশীর মিয়ার মেয়ে ভাবনা (২০)। বিকাল ৩টার দিকে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে বর একটি হেলিকপ্টারে চড়ে অবতরন করেন। এ সময় আশপাশের শত শত উৎসুক জনতাকে ভিড় করতে দেখা যায়। তবে ভিড় সামলাতে পুলিশ মোতায়েন করা হয়েছিল।

জানা গেছে, আড়াইহাজার পৌরসভা যুবদলের নেতা ও সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি কবির হোসেনের শ্যালকের সঙ্গে কয়েক দিন আগে পারিবারিকভাবে যুবলীগ নেতা হারুন অর রশীদের বোন ভাবনার বিয়ের বিষয়টি চূড়ান্ত হয়। বর মারুফ আহমেদ জয় বলেন, আমি এর আগেও হেলিকপ্টারে চড়েছি। হেলিকপ্টারে চড়ে বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়াটা আমার আগে থেকেই পরিকল্পনা ছিল।

সর্বশেষ সংবাদ