আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ফেন্সিডিল ও গাজাসহ গ্রেফতার ৫

গ্রেফতার

গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
আড়াইহাজারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেন্সিডিল ও ৭ শ’ গ্রাম গাজা সহ ৫ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। পুলিশ মাদক বিক্রেতাদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে উৎকোচ নেওয়ার অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানাগেছে, ১৯ মে শনিবার সন্ধ্যায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর টেটিয়া সড়কে কয়েকজন মাদক বিক্রেতা মাদক বিক্রি করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে গোপালদী ফাঁড়ি পুলিশের আইসি হাসান ও এস আই মাহফুজুর রহমান সেখানে অভিযান চালায়। পুলিশ সেখান থেকে নরসিংদী সদর থানার পাংখা মিয়ার স্ত্রী ফিরোজা বেগম (৫০), শ্রীনগর এলাকার হোসেন আলীর স্ত্রী শিউলী বেগম (৪৮) ও রাঙ্গামাটি পশ্চিম কান্দাপাড়া এলাকার ইব্রাহিমের স্ত্রী আকলিমা বেগমকে (৪০) আটক করে। পরে তাদের দেহ তল্লাসী করে তাদের শরীরে বিশেষ পদ্ধতিতে জ্যাকেট থেকে প্রতিজনের কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডিল করে মোট ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
তাদেরকে গোপালদী পুলিশ ফাঁড়িতে নিয়ে তাদের কাছ থেকে ছেড়ে দেওয়ার জন্য ৩ লক্ষ টাকা দাবী করে পুলিশ। তারা রাত অবধি নরসিংদী থেকে তাদের আত্মীয়দের এনে পুলিশকে ৮০ হাজার টাকা দিয়ে ম্যানেজ করে। এ ঘটনা এলাকাবাসী ও সাংবাদিকদের মধ্যে ছড়িয়ে পরলে পুলিশ রাতে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে। গ্রেফতারকৃত তিন মাদক ব্যবসায়ী নারী জানান, আমাদের ছেড়ে দেওয়ার কথা বলে গোপালদী ফাঁড়ির ওসি আমাদের কাছ থেকে ৮০ হাজার টাকা নিলেও এখন সেই টাকা ফেরত দিচ্ছেনা।
এ ব্যাপারে গোপালদী ফাঁড়ি পুলিশের আইসি ইন্সপেক্টর হাসান টাকা নেওয়ার কথা অস্বীকার করে জানান, তাদেরকে গ্রেফতার করার কারনে আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন।
অপরদিকে একই দিন সন্ধ্যায় উপজেলার আড়াইহাজার পৌরসভাধিন শিবপুর এলাকা হতে মাদক বিক্রির সময় অভিযান চালিয়ে আড়াইহাজার থানা পুলিশ ৭ শ’ গ্রাম গাজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল- শিবপুর গ্রামের মালেকের পুত্র জালাল(৪৫) ও নোয়াপাড়া এলাকার মফিজউদ্দিনের ছেলে মহসিন(২৯)।
আড়াইহাজার থানার ওসি এমএ হক জানান, উভয় ঘটনায়ই মামলা দায়ের হয়েছে।