আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পুলিশের অভিযান আটক-৯

আড়াইহাজার সংবাদদাতা:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বুধবার রাতে পুুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯ব্যক্তিকে আটক করেছে। এরা হলো স্থানীয় ভাজবী এলাকার মতিনের ছেলে নাঈম, মতিন মিয়ার ছেলে নাসির, দুপ্তারা এলাকার শ্রী র্দুগা ছেলে শ্রী গোপাল, কালিবাড়ি মনিপাড়া এলাকার রামধনের ছেলে হরেকৃঞ্চ, স্যতবান্দি এলাকার তাইজুল ইসলামের ছেলে ইসমাইল, নরসিংদী জেলার মাধবদী থানাধীন নোয়াকান্দি এলাকার ছালামের ছেলে সজিব, রব মিয়ার ছেলে রুবেল, নাটোর জেলার বাগাতি থানাধীন আলীগাছা এলাকার খলিলুরে ছেলে মাহাবুব ও সিদ্দিরগঞ্জ থানাধীন সানাইপাড়ার নিমাইকামার এলাকার আবদুল রশীদের ছেলে দুধ মিয়া ওরফে পাখি।

এদিকে আটককৃতদের মধ্যে অনেকের পরিবারের লোকজন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, কোন প্রকার অভিযোগ ছাড়াই এসআই ফায়জুর রহমান হরেকৃঞ্চসহ আরও কয়েক জনকে আটক করেছেন। তবে এসআইয়ের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হয়নি। এতে তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, আটককৃতদের নামে মামলা করা হয়েছে। বৃহম্পতিবার সকালে তাদের নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।