আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পিপিই বিতরণ

আড়াইহাজার প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারিদের মাঝে পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে। এসময় নারায়ণগঞ্জ ২ আসনের  সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন, ইউ এইচএফপিও ডা. সায়মা আফরোজ ইভা, আরএমও ডা. আশরাফুল আমীন, ডা. উত্তম কুমার দাশ গুপ্ত, ডা. মনিরুজ্জামান ও আরিফুল ইসলাম ভূঁইয়া, ডা. মোশারফ হোসেন, শরীফ, আনন্দ কুমার দত্ত, রূপালী রানী ও মনোয়ারা আক্তার মলি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান এমপি নজরুল ইসলাম বাবু বলেন, দুর্যোগপূর্ণ  মুহূর্তে জনগণের পাশে থাকতে হবে। মানবতার সেবায় আমাদের সকলকে অংশ গ্রহণ করতে হবে। ভয়কে আমাদের জয় করতে হবে। সেবার মান বৃদ্ধি করতে হবে। জনগণের মধ্যে সচেতনামূলক প্রচারণা চালাতে হবে। কেউ গুজবে কান দেবেন না। কেউ সর্দি, কাশি ও জ্বর অনুভব করলে স্বাস্থ্য কর্মীদের অবহিত করুন।