আজ শুক্রবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারি করণ করায় শিক্ষার্থীদের আনন্দ র‌্যালী

আড়াইহাজারে পাইলট মডেল উচ্চ

আড়াইহাজারে পাইলট মডেল উচ্চ

আড়াইহাজার প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় ‘আড়াইহাজার পাইলট মডেল উচ্চ বিদ্যালয়’কে পূর্ণাঙ্গ সরকারি করণ করায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রোববার দুপুরে আনন্দ র‌্যালী বের করেন।

র‌্যালীটি আড়াইহাজার পৌরসভা বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইহাহিয়া, সহকারি শিক্ষক আবুল কাসেম, সোহেল, ছগীর আহম্মেদ, মনিরুজ্জামান জামাল, ওহেদ, বিলকিস ও সানজিদা প্রমুখ।

প্রধান শিক্ষক ইয়হিয়া বলেন, ২৭ সেপ্টেম্বর বিদ্যালয়টি পূর্ণাঙ্গ সরকারি ঘোষণা করা হয়েছে। এতে আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হয়েছে। বিদ্যালয়টি উপজেলার প্রাণকেন্দ্রে ১৮৯৭ সালে প্রতিষ্ঠা করা হয়।

বর্তমানে এখানে ২৬৫০জন শিক্ষার্থী রয়েছেন এবং ২৯জন শিক্ষক পাঠদান করাচ্ছেন। শিক্ষার্থীরা প্রতি বছরই এসএসসিতে ভালো ফলাফল করছেন বলে জানান প্রধান শিক্ষক।