রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার সংবাদদাতা: আড়াইহাজারে নিখোঁজের ৩ দিনের মাথায় হোসেন (৪৫) নামে এক সবজি বিক্রেতার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার সন্ধ্যায় উলুকান্দী এলাকার একটি খালে ভাসমান অবস্থা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। সে ওই এলাকার জমিরের ছেলে।
নিহতের চাচা আফাজউদ্দিন জানান, শুক্রবার স্থানীয় যুকব মজিবুর আমার ভাতিজা হোসেনকে ডেকে নিয়ে যায়। পরে সে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পর তাকে পাওয়া যাচ্ছিল না। রোববার সন্ধ্যায় উলুকান্দী এলাকার একটি খালে তার ভাসমান অবস্থায় লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
এদিকে নিহতের দ্বিতীয় স্ত্রী হাছিনা বলেন, তার স্বামী তাকে নিয়ে উলুকান্দী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের নেশা করতেন। স্থানীয় গোপালদী বাজারে তিনি সবজি বিক্রি করতেন। শুক্রবার দিন তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
আড়াইহাজার থানার ওসি এম এ হক বলেন, লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।