আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০


নিজস্ব প্রতিবেদক: আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার ( ৯ ডিসেম্বর) সকাল ৮.৩০ ঘটিকায় উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দী এলাকায়। জানাযায়, ঢাকায় অবস্থানরত আরিফ চৌধুরী ওই এলাকায় বিভিন্ন দাগে ১০৭ শতাংশ জমি ক্রয় করে সাইন বোর্ড লাগিয়ে রাখেন। উক্ত জমির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করেন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাসান। বুধবার সকালে ওয়ার্ড কাউন্সিলর দুলাল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিয়ে ওই এলাকার কিছু লোকজন সাথে নিয়ে উক্ত জমি থেকে সাইন বোর্ড সরিয়ে ভেঙ্গে ফেলেন। সংবাদ পেয়ে উক্ত জমির কেয়ারটেকার হাসান লোকজন নিয়ে গিয়ে বাধা দিলে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আহতরা হলেন, আবু তাহের (৪০), আরজু মিয়া (৩৭) ,সফিকুল ইসলাম (৩২) ,বাবুল (২৫), রফিকুল ইসলাম (২৭), পাবেল (২৮) ,দুলাল (৪০) ,হানিফ (৩০) । তাদের মধ্যে সফিকুলকে ঢামেক হাসপাতালে রেফার করা হয়েছে।
কাউন্সিলর দুলাল জানান, আরিফ চৌধুরী একটি জমি থেকে অল্প জায়গা ক্রয় করে পুরো জমির মধ্যেই ক্রয় সুত্রে জমির মালিক লিখে সাইনবোর্ড লাগিয়ে রাখেন। তাই জমির প্রকৃত মালিকগন ক্ষুব্ধ হয়ে জমি থেকে সাইন বোর্ড সরিয়ে ফেলেন। এ সময় জমির কেয়ারটেকার হাসানের লোজনের সাথে সংঘর্ষ বাধে তখন আমি থামাতে যাই এ সময় আমি সামান্য আহত হই। কেয়ারটেকার হাসান জানান, আমি আরিফ চৌধুরীর জমি দেখাশোনা করি, বুধবার সকালে আক্রোশ মুলক ভাবে কমিশনার দুলাল এবং সফিক তার দলবল সহ দেশীয় অস্ত্রশস্ত্র লাঠি, শোঠা ,নিয়ে জমি থেকে সাইনবোর্ড ভেঙ্গে ফেলেন। আমি তখন বাধা দিলে তারা আমার লোকজনের উপর হামলা চালায় তাতে আমার ভাই সহ ৮ জন আহত হয়।
জমির মালিক আরিফ চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন আমি আমার ক্রয়কৃত জমির উপরই সাইনবোর্ড লাগিয়েছি। অন্য কারো জমির উপর সাইনবোর্ড লাগাইনি।
আড়াইহাজর থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাইনি পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।