আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে দু পক্ষের সংঘর্ষে আহত ১২

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার প্রতিনিধি:- নারায়ণগঞ্জের আড়াইহাজারে দু পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১২ জন রক্তাক্ত আহত হয়েছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার আড়াইহাজার পৌরসভার বড় দিঘিরপাড়া গ্রামে গতকাল মঙ্গগলবার সকাল সাড়ে ১০টার দিকে। আহত বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

ঘটনা বিবরণে জানা যায়, ওই গ্রামের উত্তম চন্দ্র ভৌমিক ও বিশ্বনাথ ভৌমিকের পরিবারের মধ্যে বাড়ীর সীমানা সংক্রান্ত বিবাদ বিরাজ করছিল। ঘটনার সময় উত্তম চন্দ্ররা বিশ্বনাথ দের নির্মিত একটি দেয়াল ভেঙ্গেফেলে। এ নিয়ে দু, পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রবাল ভৌমিক (২০), বিশ্বনাথ ভৌমিক ৫২), জয়া ভৌমিক (২৭), বাবুল চন্দ্র ভৌমিক (৪৭), মিঠু ভৌমিক (২৮), সবুজ( ৩০) দীপ্ত (২১) সঞ্জয় (২০), প্রহর (১৫) চন্দনা (৪৫), কামনা (৫০) রিপা রানী (২৫) ও মন্টি ভৌমিক (১৮) গুরুতর আহত হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হক জানান, এ ব্যাপারে উভয় পক্ষ পরষ্পরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে।