আজ রবিবার, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে তালাকপ্রাপ্ত স্বামীর আঘাতে দুই বোন আহত

আড়াইহাজার  প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই বোনকে পিটিয়ে জখম করেছে তালাকপ্রাপ্ত মাদকাসক্ত স্বামী আল-আমিন। সোমবার সকাল ১১ টার দিকে সাতগ্রাম ইউনিয়নের নোয়াগাও গ্রামে এই ঘটনা ঘটে। আহত দুই বোন হলো
রহিছা আক্তার ও মাফিয়া আক্তার। এদের মধ্যে রহিছাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বড়বোন মাফিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ জানায়, ১৫ বছর আগে টেকপাড়ার গ্রামের আল-আমিন পাশ্ববর্তী গ্রাম নোয়াগাও এর মাফিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে মাদকের টাকার জন্য মাফিয়াকে মারধর করে। স্বামীর নির্যাতন সইতে না পেরে গত এক মাস আগে মাফিয়া স্বামীকে তালাক দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আল-আমিন নোয়াগাও গিয়ে তার স্ত্রী মাফিয়াকে মারধর করতে থাকে। বড়বোনকে রক্ষা করতে এগিয়ে আসে ছোট বোন রহিছা। তাকেও আল-আমিন লাঠি দিয়ে বেধরক পিটিয়ে জখম করে। পরে আশ পাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ ব্যপারে আল-আমিনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইলটিও বন্ধ পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, এ ব্যপারে রহিছার রড়বোন মাফিয়া আক্তার বাদী হয়ে আল আমিনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।