আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ডাকাতি সাড়ে ৫ লাখ টাকার মালামাল লুট

রফিকুল ইসলাম রানা, আড়াই হাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:-

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের আপরদী হাজীবাড়ী গ্রামে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সেমবার দিবাগত রাত ২.৩০ টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল লুট করে নিয়ে গেছে ৮ ভরি ওজনের স্বর্ণালংকার, ১২ ভরি ওজনের রৌপ্যালংকার ও নগদ ২ লাখ টাকা সহ অন্যান্য মালামাল।

বাড়ীর মালিক অবসর প্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আঃ বাতেন জানান, ওই সময় ২০/২৫ জনের একদল মুখোশ পরিহিত অজ্ঞাত ডাকাত নানা প্রকার দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার পাকা ভবনের কেঁচি গেইটের তালা কেটে ভিতরে প্রবেশ করে। তার পর একে একে ঘরের সব কটি দরজা ভেঙ্গে পরিবারের লোকজনদেরকে হাত পা বেঁধে এবং অস্ত্রের মুখে জিম্মি করে ওই সমস্ত মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতি কৃত মালামালের মুল্য ও নগদ টাকা মিলে ক্ষতির পরিমাণ সাড়ে ৫ লাখ টাকা বলে তিনি দাবী করেন। ডাকাত দল চলে যাওয়ার সময় পরিবারের লোকজনের ডাক চিৎকারে গ্রামবাসি জড়ো হয়ে ঘটনা প্রত্যক্ষ করে।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।